এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমন্বয়কের ভূমিকায় কাজ করা মোহাইমিনুল ইসলাম ওরফে শিহাবের বাসার দেয়ালে লাল রং দিয়ে লিখে দেওয়া হয়েছে ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’। এ নিয়ে উদ্বিগ্ন তার পরিবার।
গত মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন মোহাইমিনুল ইসলাম।
ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মোহাইমিনুল ইসলাম ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আবদুল মোতালিবের ছেলে। সে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণের পাশাপাশি ঈশ্বরগঞ্জ এলাকায় সমন্বয়ক হিসেবেও ভূমিকা রাখেন।
মোহাইমিনুল ইসলাম বলেন, আমাদের প্রতিবেশী এক চাচা মারা মারা যাওয়ায় রাত ১টার দিকে ঘুমাতে যাই। ধারণা করছি ভোর রাতের কোনো একসময় লিখে গেছে দুর্বৃত্তরা। চাচার জানাজা শেষে জিডি করতে যেতে বিলম্ব হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর পরিবারের সবাই উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে সবাই ভয়ের মধ্যে আছে।
এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. আকাশ মিয়াকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে আকাশ মিয়া ৮ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আকাশ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. নাজমুজ্জামানের ছেলে।
আকাশ মিয়া সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিটে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুঠোফোন নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। কোথাও একা পেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। তবে ফোনে চেষ্টা করেও আকাশ মিয়ার সঙ্গে কথা বলা যায়নি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, দেয়ালে হুমকির কথা লিখে যাওয়ার বিষয়টির তদন্ত শুরু করেছি। এছাড়া মুঠোফোনে অপর একজনকে হুমকির ঘটনায় থানায় জিডি বিষয়টি একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, আদালতে তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটিরও তদন্ত শুরু হবে।