এমটিনিউজ২৪ ডেস্ক : ‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’ —আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার এই বক্তব্যের প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দেন। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ।
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ‘যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট (পরিচালনা) করা পর্যন্ত থাকবে। তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’
তার এই বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনোপ্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।’
একইসঙ্গে সরকারি দফতরগুলোতে নিয়োগ নিয়ে তদবির করতেও বারণ করেছেন এই উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি/সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির/চাপ প্রয়োগ করা অনুচিত।
এর আগে, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল।’