মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৭:৫৭

বিচারক নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম

বিচারক নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম

নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম চালু করেছে সরকার।  নতুন নিয়ম অনুযায়ী, প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষায় কমানো হয়েছে পাস নম্বর।  ভুল উত্তরের জন্য রাখা হয়েছে নম্বর কাটার বিধান।  নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার নম্বরও পুনর্বিন্যাস করা হয়েছে।

নিয়োগ পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস’-এর প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ, ২০০৭’ এর সংশোধন করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন।  গত ১৮ ফেব্রুয়ারি সংশোধিত আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ চন্দ্র শর্মা মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিয়োগে শিগগিরই দশম নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  নতুন পদ্ধতিতে এ পরীক্ষা হবে।

পাস নম্বর কমানোর বিষয়ে সচিব বলেন, ভুল উত্তরে নম্বর কাটার নিয়মের কারণে পাস নম্বর কমানো হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ১০০-এর মধ্যে ৫৫ হলেও আদেশ সংশোধন করে কমিয়ে ৫০ করা হয়েছে।  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এমসিকিউ বা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করা হয়।  এ পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকে, প্রতিটি এমসিকিউ-এর মান ১ নম্বর। আগে এমসিকিউ-এর পরিবর্তে নাম ছিল ‘কুইজ প্রশ্নোত্তর’।

নতুন নিয়মে প্রতিটি এমসিকিউ-এর ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। তবে আগে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হতো হতো না।

লিখিত পরীক্ষায় আবশ্যিক সাধারণ বিষয়, আবশ্যিক আইন বিষয় ও ঐচ্ছিক আইন বিষয় মিলিয়ে আগের মতো ১০০০ নম্বরই থাকছে।  তবে আবশ্যিক আইন বিষয়গুলোতে নম্বর ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হয়েছে।

ঐচ্ছিক বিষয়গুলোর ক্ষেত্রে নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। লিখিত পরীক্ষায় আবশ্যিক সাধারণ বিষয়ের নম্বর আগের মতোই ৪০০ থাকছে।  মৌখিক পরীক্ষার ১০০ নম্বরও আগের মতই থাকছে।

নতুন নিয়মে সব প্রার্থীকে ঐচ্ছিক আইন বিষয়গুলো থেকে যেকোনো দুটি বিষয়ের পরিবর্তে একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।  কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবে।  তবে লিখিত পরীক্ষার বিষয়গুলোতে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে অকৃতকার্য হবে।

আগের নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে ২৫ শতাংশের কম নম্বর পেলে ওই বিষয়ে কোনো নম্বর পায়নি বলে ধরা হতো।  লিখিত পরীক্ষার বিষয়গুলোতে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেলে অকৃতকার্য হতেন।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে