রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:২৮:৫৬

ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, অবশেষে গ্রেপ্তার সেই এসআই

ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, অবশেষে গ্রেপ্তার সেই এসআই

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে