রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯:২৫

জ্বালানি তেল সরবরাহ বন্ধ যে ১৬ জেলায়!

জ্বালানি তেল সরবরাহ বন্ধ যে ১৬ জেলায়!

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছে শ্রমিকরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি শুরু করে।

জানা গেছে, আলী আজিমের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা ট্যাংকলরি রাস্তায় রেখে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। ফলে খুলনার ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এতে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ।

সমাবেশে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য করেন। পরে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর পৌনে ৩টায় জরুরি বৈঠক বসেন।

বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, বৈঠক শেষে সাধারণ সম্পাদককে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রবিবার দুপুরে ডিবি পুলিশ আটক করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে