বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৯:৩৩

আ.লীগের হরতাল কর্মসূচি নিয়ে যা বললেন সারজিস আলম

আ.লীগের হরতাল কর্মসূচি নিয়ে যা বললেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকার পতনের মাত্র ছয় মাসের মাথায় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এক প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

হরতাল কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, "সরকার পতনের মাত্র ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়? এত মানুষ হত্যার পরও তাদের এত সাহস আসে কীভাবে?"

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে ভয়ংকর বাহিনী ছিল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তারা বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই দল কীভাবে এখন নতুন করে কর্মসূচি ঘোষণা করে?

শেখ হাসিনার ফেরা নিয়ে সারজিস আলম মন্তব্য করে বলেন, "শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চেই ঝুলবে।" 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে