ঢাকা : কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় মীর কাসেম আলী বেকসুর খালাস পাবেন বলেই দাবী করছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার দুপুরে আদালত থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, মীর কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু জসীমের ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাজীব আদালতে সাক্ষ্য দিতে আসেননি। আমি আদালতে আবেদন জানিয়েছি, তার বিরুদ্ধে যেহেতু কোনো সাক্ষ্যপ্রমাণ নেই সেজন্য তাকে বেকসুর খালাস দেয়া যেতে পারে অথবা এ মামলা পুনরায় শুনানি করা যেতে পারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলায় আদালতে সাক্ষ্যপ্রমাণ সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি দাবী করে মাহবুব বলেন, ১৯৭১-এ মীর কাসেম আলী চট্টগ্রাম ছাত্র সংঘের সভাপতি ছিলেন বলে প্রসিকিউশন বলেছে। কিন্তু সেসময় তিনি চট্টগ্রাম ছাত্র সংঘের সভাপতি ছিলেন না, তিনি ছিলেন সেক্রটারি।
মাহবুব বলেছেন, কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার অভিযোগ প্রমাণে যে সাক্ষী আনা হয়েছে তিনি ছিলেন শোনা সাক্ষী। জসীমের বোন মাসিক স্বীকৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। কিন্তু এই পত্রিকার মধ্যে কোথাও মীর কাসেমের বিরুদ্ধে জসীম হত্যার বিষয়ে লেখা হয়নি, প্রমাণও নেই।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন