এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের আগুন বসতঘরে লেগে নিমাই চন্দ্র মজুমদার ও মিলনবালা নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য লিটন চৌধুরী বলেন, শুক্রবার গভীর রাতে যথারীতি নিমাই ও তার স্ত্রী ঘুমিয়েছিল। হঠাৎ তাদের রান্নাঘরে আগুন লেগে যায়। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগে ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ঘরের পাশে থাকা গোয়ালঘরেও আগুন লেগে যায়। ফলে গোয়াল ঘরে থাকা ৬টি গরুর মধ্যে ৪টি আগুনে পুড়ে মারা যায়।
মো. ইউসুফ রেজা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ভোরে প্রতিবেশীরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলন বালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে মিলন বালারও মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে পুলিশ তা তদন্ত করবে।