রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৯:২১

আ.লীগের সাবেক ২ এমপি থাকার খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা

আ.লীগের সাবেক ২ এমপি থাকার খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে বিয়ের দাওয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে একটি কমিউনিটি সেন্টার ঘেরাও করার ঘটনা ঘটেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস সংলগ্ন আমবাগানের নেভি কনভেনশন হলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার নেতৃত্বে এ ঘেরাও করার ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মোস্তফা হাকিম নামের এক ব্যক্তির নাতির বিয়ের অনুষ্ঠান চলছিল নেভী কনভেনশন হলে। সেখানে সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী ও সোনিয়ার আগমনের খবর ছড়িয়ে পড়লে কমিনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা।

এ সময় তারা নানা স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে