এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালপাড়া এলাকায় ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে প্রতিষ্ঠানের গুদামে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাচল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল সোয়া ৪টার দিকে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করা টিনশেডের গুদামে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়রা আরও জানান, গোলাম কিবরিয়া নামে টঙ্গী এলাকার এক ব্যবসায়ী রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলন মিয়ার মালিকানাধীন টিনশেডের গুদামটি ভাড়া নিয়ে গত ৪ বছর ধরে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।
এ বিষয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হননি। এ ছাড়া গুদামটিতে অন্তত ৫০০ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল বলে ধারণা করা হচ্ছে।