সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩০:৩২

স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় ও সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়

স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় ও সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়

এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি অপহরণ মামলার আসামি গ্রেফতার করে গাড়িতে ওঠার সময় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)'র হাত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে পরিবারের ও আসামি পক্ষের লোকজন। এসময় সিআইডি ও পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম।

থানা পুলিশের সূত্রে জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পাঁচ সদস্যের একটি দল জেলার রানীশংকৈল থানার নারী শিশু অপহরণ মামলার আসামি সুমন (২৫) কে পার্শ্ববর্তী হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতার সুমনকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় ও সংঘবদ্ধভাবে হামলা চালায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আসামিকে ছিনিয়ে নেয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৯ টার দিকে ১১ সদস্যের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত লোকজন মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে  হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতার করা হবে।  সেই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে