মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৪:০৬

বড় সুখবর সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য

বড় সুখবর সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৫ সালে নতুনভাবে নির্ধারিত হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার। এতদিন জাতীয় সঞ্চয় স্কিমগুলোতে মেয়াদান্তে সর্বনিম্ন ১১.০৪% থেকে সর্বোচ্চ ১১.৭৬% মুনাফা পাওয়া যেতো। নতুন নিয়মে মুনাফা ১২%-এর অধিক রাখা হয়েছে, যেখানে সর্বনিম্ন হার ১২.২৫% আর সর্বোচ্চ ১২.৫৫%।
 
গত ২১ জানুয়ারি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে উৎসে করের তথ্যটি হালনাগাদ করা হয়। এর মাধ্যমে মেয়াদপূর্তি এবং নগদায়নে গ্রাহকদের প্রাপ্য অর্থের বিষয়টি নিশ্চিত হয়।
 
এই পরিপ্রেক্ষিতে চলুন, জাতীয় সঞ্চয়পত্রের মোট ৫টি স্কিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের নতুন মুনাফা ব্যবস্থার ব্যাপারে জেনে নেওয়া যাক।
 
৫ বছর মেয়াদের এই স্কিমে মেয়াদপূর্তি ও নগদায়নে উৎসে করসহ বছরান্তে ধার্য করা মুনাফা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হলো:
 
বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার ১ টাকা হতে তদূর্ধ্ব
মুনাফার হার
(%)
 
৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%) ৫,০০,০০১ টাকা থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%) মুনাফার হার
(%)
 
মুনাফার হার
(%)
 
উৎসে কর
(%)
 
১ম বছরান্তে ১০.২০ ৫ ১০ ১০.২০ ১০.১১ ১০
২য় বছরান্তে ১০.৭২ ১০.৭২ ১০.১১
৩য় বছরান্তে ১১.২৮ ১১.২৮ ১১.১৭
৪র্থ বছরান্তে ১১.৮৭ ১১.৮৭ ১১.৭৫
৫ম বছরান্তে/ মেয়াদপূর্তিতে ১২.৫০ ১২.৫০
সর্বোচ্চ সাড়ে ৭ লাখ (৭,৫০,০০০) টাকা মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি মাসে মুনাফা পাবেন সর্বোচ্চ সাড়ে ১২% (১২.৫০%) হারে। যারা ৭ লাখ ৫০ হাজার (৭,৫০,০০১) টাকার বেশি মূলধন দিয়ে সঞ্চয়পত্রটি কিনবেন, তাদের জন্য এই লাভ দাড়াবে সর্বোচ্চ ১২.৩৭%।
 
প্রদেয় মুনাফায় উৎসে কর দুটি ভিন্ন বিনিয়োগ সীমায় আরোপ করা হবে। সর্বোচ্চ ৫ লাখ (৫,০০,০০০) টাকা পর্যন্ত বিনিয়োগকারিদের জন্য উৎসে কর ৫%। আর ৫ লাখ টাকার বেশি (৫,০০,০০১ বা তদূর্ধ্ব ) মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করলে ১০% উৎসে কর আরোপ করা হবে।
 
তবে বিনিয়োগসীমা অনুর্ধ্ব সাড়ে ৭ লাখ (৭,৫০,০০০) টাকা হলে, উভয় ক্ষেত্রে মেয়াদান্তে সাড়ে ১২% (১২.৫০%) মুনাফা প্রযোজ্য হবে।
 
মেয়াদ শেষ হওয়ার আগে নগদায়ন করলে টেবিলে উল্লিখিত হারে মুনাফা ধার্য হবে। স্বভাবতই এই অর্থের তুলনায় ৫ বছরের হিসাবে প্রদান করা লাভের হার বেশি, যা মেয়াদপূর্তির শর্তে গ্রাহক প্রতি মাসে পেয়েছেন। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা উত্তোলনের ক্ষেত্রে এই অতিরিক্ত অর্থ কেটে অবশিষ্ট মূল টাকা ফেরত দেওয়া হবে।
 
৫ লাখ (৫,০০,০০০) টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের প্রথম বছর শেষে নগদায়নে বার্ষিক ১০.২০% হারে মাসিক মুনাফা ধার্য হবে। দ্বিতীয় বছরান্তে নগদায়নে ১০.৭২%, তৃতয়ি বছর শেষে ১১.২৮%, এবং চতুর্থ বছর পর ১১.৮৭% মুনাফা পাবেন। তবে সব ক্ষেত্রে ৫% উৎসে কর কাটা হবে।
 
৫ লাখ ১ টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার (৫,০০,০০১ -৭,৫০,০০০) টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রথম বছরের নগদায়নে ধার্য মুনাফা ১০.২০%। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছর শেষে নগদায়নে মুনাফা পাবেন যথাক্রমে ১০.৭২%, ১১.২৮%, এবং ১১.৮৭%। সব ক্ষেত্রে ১০% উৎসে কর কাটা হবে।
 
৭ লাখ ৫০ হাজার (৭,৫০,০০১) টাকার বেশি মূলধনের গ্রাহকদের জন্য যথারীতি অব্যাহত থাকবে ১০% উৎসে কর। প্রথম বছরান্তে নগদায়ন করলে বার্ষিক ১০ দশমিক ১১% হিসাবে মাসিক নিট মুনাফা প্রদান করা হবে। দ্বিতীয় বছরান্তে নগদায়নে ১০.৬২%, তৃতীয় বছর শেষে ১১.১৭%, এবং চতুর্থ বছর পর ১১.৭৫% মুনাফা পাবেন।
 
পরিবার সঞ্চয়পত্রের নতুন মুনাফা হার কারা পাবেন
১ জানুয়ারি ২০২৫ সাল বা পরবর্তীতে যেসব ক্রেতা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন শুধুমাত্র তারাই পুনর্নির্ধারিত হরে মুনাফা পাবেন।
 
কাদের জন্য পরিবার সঞ্চয় স্কিম
১৮ ও তার বেশি বয়সের বাংলাদেশি নারী
নারী-পুরুষ নির্বিশেষে সব বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী
৬৫ ও তার অধিক বয়সের বাংলাদেশি নারী ও পুরুষ
পরিবার সঞ্চয়পত্রে অন্যান্য সুবিধা
প্রতি মাসে মুনাফা উত্তোলন করা যাবে
সঞ্চয়পত্র ক্রেতা তার নমিনি নিয়োগ বা পরিবর্তন অথবা বাতিল করতে পারবেন
ক্রেতার মৃত্যুর পর তার সর্বশেষ মনোনীত নমিনি সঞ্চয়পত্র নগদায়নপূর্বক টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া নমিনি চাইলে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করে মাসিক মুনাফা উত্তোলন করতে পারবেন।
১ জানুয়ারি ২০২৫ সাল থেকে ক্রয়কৃত পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই মুনাফা হার প্রযোজ্য হবে। পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ১২% মুনাফার হারের সুযোগ পাবেন সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত মূলধনের গ্রাহকরা। সাড়ে ৭ লক্ষাধিক বিনিয়োগে নিট মুনাফা মিলবে ১২.৩৭% হারে। এর মধ্যে সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগটি মুনাফার উপর আরোপিত উৎসে করের ভিত্তিতে আরও দুটি সীমারেখায় বিভক্ত। অনূর্ধ্ব ৫ লাখের জন্য ৫% এবং ৫ লাখের বেশি মূলধনের ক্ষেত্রে ১০%।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে