এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার প্রেমিক টিকটকার মমিনকেও আটক করা হয়েছে।
এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় এসে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা। পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে সুবা কথা বলছে এবং পরে নওগাঁয় চলে যায়।
পুলিশ জানায়, সুবা যে তরুণের সঙ্গে পালিয়েছিল তার নাম মমিন। সে গুলিস্তানের একটি কাপড়ের দোকানে মাসিক ৭ হাজার টাকা বেতনে কাজ করে।
এর আগে সুবার বাবা ইমরান বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।
আদাবর থানার ওসি বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁয় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়।