বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৫৯:২৪

রাতে কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ, সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে

রাতে কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ, সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসবে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চালকরা লাঠি হাতে পার্কের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর পার্কের ভেতরে বেশ কিছু দোকান ভাঙচুর করেন তারা। এ সময় সড়কের পাশে লাগানো ছোট ছোট গাছও উপড়ে ফেলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিএমডিপোর পণ্যবাহী লরি পার্কিংকে কেন্দ্র করে রাত সাড়ে ৯ টার দিকে ডিসি পার্কের কর্মীদের সঙ্গে লরিচালকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সেটি সহিংসতায় রূপ নেই। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে।
 
এ সময় ডিসি পার্কের দোকানপাট, দেওয়াল, গেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ও পার্কে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় ডিসি পার্কে আসা কয়েকশ দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি করতে গিয়ে গুরুতর আহত হন। এক পর্যায়ে লরি চালকরা সড়ক অবরোধ করেন।

সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে