নিউজ ডেস্ক : এ বছরেই বিয়ে করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। মঙ্গলবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তিনি।
তার ভেরিফায়েড ফ্যান পেজে ইমরান এইচ সরকার লিখেছেন, ২০১৬ সালে বিয়ে করবো এটা ফাইনাল।
তিনি জানান, বাবা-মায়ের চিন্তা কমানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া। বাবা মায়ের দুশ্চিন্তা কমানো দরকার তাই না? এমন প্রশ্ন ছিল তার ভক্তদের উদ্দেশ্যে।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে যুদ্ধাপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজোয়ারের হাল ধরেন ইমরান এইচ সরকার।
সারাদেশে আলোচিত হন তিনি। পরে গঠিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র তিনি।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম