এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আজ (৫ ফেব্রুয়ারি) লাইভে প্রকাশ্যে কথা বলবেন ভারতে থাকা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (৪ ফেব্রুয়ারি) রাতে এমনটাই জানানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।
পোস্ট দেওয়ার পর মঙ্গলবার মধ্যরাত থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ পর্যন্ত ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে নিশ্চিত হওয়া মূল পেজটির ইউআরএল দিয়ে চেষ্টা করেও সেটি পাওয়া যায় নি।
তারা আরও বলেছে, ‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে, এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।