ঢাকা : সাবাস পুলিশ। শিলাবৃষ্টিতেও অনড়। আশ্রয় নিতে এক পা-ও নড়েননি তিনি। বুধবার সকালে রাজধানীর বিভিন্নস্থানে শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক বৃষ্টিতে নিজের শরীর বাঁচানোর জন্য যে যেখানে পেরেছেন আড়াল করেছেন।
কিন্তু আড়াল করলেন না সেই পুলিশ। ভাবা যায় এমন ঘটনা! এই পুলিশ সদস্য কিন্তু ডিউটি ঠিকই পালন করেছেন। বৃষ্টিতে ভিজে নিজের দায়িত্বটুকু পালন করে সবাইকে অবাক করলেন।
আজ সকালে রাজধানীতে বৃষ্টির সময় নিরাপত্তা রক্ষায় দায়িত্বপালনকারী এই পুলিশ সদস্যের দায়িত্ববোধের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তার নাম আল মাজ বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঝড়ো বর্ষণে আল মাজের দায়িত্ববোধ সাধারণ মানুষকেও নাড়া দিয়েছে।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম