এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ মুজিবুর রহমানকে খুনের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর (অব.) বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক বলেছেন, ‘বিপ্লবী জনতা প্রমাণ করে দিয়েছেন এই দেশে স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকবে না।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার দৃশ্য দেখতে এসে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।
নুরুল হুদা ডিউক বলেন, ‘আমার ভাই জাতীয় বীর ও মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদা বাকশাল হটিয়েছিল। আমার ভাইকে খুনি হাসিনা জেলখানায় হত্যা করেছিল। তারা আমার পরিবারের অনেককে হত্যা করেছে। সেই হত্যার বিচার চাই।’
তিনি বলেন, ‘এই বাড়ি ভেঙে বিপ্লবী জনতা প্রমাণ করে দিয়েছেন দেশে স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকবে না। এই জালিমশাহীর আস্তানা ভেঙে দেওয়ার মধ্যদিয়ে আজ মানুষের ক্ষোভের প্রকাশ ঘটেছে।’
নুরুল হুদা আরও বলেন, ‘এই স্বৈরাচারের চিহ্ন থাকলে তারা আবার ফিরে আসবে। তার হাজার হাজার মানুষ হত্যা করেছে। তাদের কোনো স্মৃতি এ দেশে রাখা যাবে না।’
গতকাল বুধবার রাত থেকে ভাঙা শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবারও বাড়ি ভাঙা চলমান রয়েছে।