বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৩:২১

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচার বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচার বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং চাচা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতির বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার সময় জাহিদ আহসান রাসেলের মা ওই বাসভবনে অবস্থান করছিলেন। পরে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একদল বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন জাহিদ আহসান রাসেলের বাসভবনের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন। পরে পাশেই তার চাচা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতির বাসভবন ভাঙচুর করা হয়। এ সময় মতির ভবনটিতে থাকা ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নারী ও শিশুরা চিৎকার করতে থাকেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিক্ষুব্ধ জনতা দুটি বাসভবনে ঢিল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে চলে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে