এমটিনিউজ২৪ ডেস্ক : দুদশক পর নারায়ণগঞ্জে উন্মুক্ত জনসভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানকার ওসমানী পৌর স্টেডিয়ামের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন দলটির আমিরসহ কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সভাস্থল।
বিগত বছরগুলোতে নানামুখী চাপের কথা উল্লেখ করে ভবিষ্যতে সব রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার সুরক্ষার আহ্বান জানান সভার বক্তারা।
এ সময় দলটির কর্মীদের ওপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরে দায়ীদের বিচার দাবিও করা হয়।