নিউজ ডেস্ক : ওয়ান ইলেভেনে ‘মাইনাস টু’ ফর্মুলার সঙ্গে জড়িত গণমাধ্যম সংশ্লিষ্ট ও ব্যক্তিদের বিচার করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহও সেই ষড়যন্ত্রে জড়িত রাজনীতিবিদদের বিচার দাবি করলেন।
আ স ম হান্নান শাহ বলেন, বিএনপি ও আওয়ামী লীগের তথাকথিত সংস্কারপন্থিরা সে সময় মনে করেছিল, দুই মহিলাকে (শেখ হাসিনা ও খালেদা জিয়া) সরাতে পারলে তাদের জন্য পোয়াবারো। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। জনগণ ও গণমাধ্যম থেকে তথ্য নিয়ে তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘পিলখানা ট্র্যাজেডি স্মরণে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে হান্নান শাহ বলেন, তৎকালীন সরকারের ইন্ধনে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ক্ষমতায় আসলে সঠিক তদন্তের মাধ্যমে যারা সত্যিকার অর্থে জড়িত ছিল তাদের বিচার করা হবে।
জাপগা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, এক এগারোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২৫ ফেব্রুয়ারি সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়। একদিন এ হত্যার বিচার বাংলার মাটিতেই হবে। অন্যথায় আমাদের বারবার ওদের আর্তনাদ শুনতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিলখানা ট্র্যাজেডি উদযাপন কমিটির আহ্বায়ক ও জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি আবু মোজাফফর মো. আনাস।
সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বেপারী প্রমুখ।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম