শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৩:৪৯

গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ-সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ-সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটির নেতাকর্মীরা। 

শুক্রবার দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‌গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়।

এতে ১৫ জন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে