রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১০:৪৩

ইসলামের বৃহত্তর স্বার্থে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার

ইসলামের বৃহত্তর স্বার্থে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার

এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামের বৃহত্তর স্বার্থে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ‘মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব’ শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এ সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআ’ত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআ’ত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদের তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।

তিনি বলেন, শিরকের সঙ্গে কোনো আপস নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সঙ্গেও আপস করতে পারি না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদের আমরা অন্তরে স্থান দিতে পারি না। 
এ সময় তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

উক্ত মহাসম্মেলনে অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের মাসজিদুস্ সাক্র ও দাঈ এর ইমাম ও খতিব শাইখ সালিম বিন সা'আদ আত্মবীল, পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসুন্নাহ এর সভাপতি হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীর, বাহরাইনের শাইখ ফাইয হুসাইন আস সালাহ, নেপালের ঝান্ডানগর জামিয়া সিরাজুল উলুম আস সালাফিয়ার সভাপতি শাইখ শামীম আহমাদ নদভী প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে