রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৯:৩১

সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশনকে স্বাগত জানিয়ে যা বললেন নুরুল হক নুর

সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশনকে স্বাগত জানিয়ে যা বললেন নুরুল হক নুর

এমটিনিউজ২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশে এ রকমের ফ্যাসিস্ট তৈরি হবে। বারবার ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশ এ রকমের ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি স্বৈরাচার তৈরি হবে। আমরা বারবার ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফ্যাসিবাদের ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক। আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে।

সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশনকে স্বাগত জানিয়ে নুর আরও বলেন, আমরা আশা করব দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। তবে একজন ভালো মানুষও যেন হয়রানির শিকার না হয়।

তিনি বলেন, এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামী করে, কেউ মার্কিনপন্থি, কেউ চীনপন্থি। কিন্তু আমরা বারবার বলছি কেউ কোনো পন্থি হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশপন্থি রাজনৈতিক দল হতে হবে।

পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম (শফিক) বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ অন্যারা এ সময় উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে