বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৩:৫১

১৬১৬২ নম্বর টিপলেই ম্যানহোলের ঢাকনা

 ১৬১৬২ নম্বর টিপলেই ম্যানহোলের ঢাকনা

নিউজ ডেস্ক : রাজধানীর যেসব ম্যানহোলে ঢাকনা নেই, সেসব ম্যানহোলের ঢাকনা পুনঃস্থাপন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।  এ জন্য ‘১৬১৬২’ নম্বরে ফোন করে জানাতে হবে।

এছাড়া ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের অভিযোগ কেন্দ্রে ফোন করলেও ঢাকনাবিহীন ম্যানহোলে ঢাকনা পুনঃস্থাপন করা হয় বলে জানান মন্ত্রী।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী।

মন্ত্রী জানান, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণাধীন।  ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে থাকা ম্যানহোলের সংখ্যা প্রায় ৪০ হাজার।  এর মধ্যে ড্রেনেজ লাইনের ওপর প্রায় ১১ হাজার এবং স্যুয়ারেজ লাইনের ওপর প্রায় ২৯ হাজার ম্যানহোল রয়েছে।  ঢাকা ওয়াসার ১০টি জোনের মাধ্যমে ড্রেনেজ ও স্যুয়ারেজ লাইনের ঢাকনাসহ ম্যানহোলের তদারকি করা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকার ঢাকনাবিহীন ম্যানহোল মেরামত করা স্থানীয় সরকার বিভাগের ঢাকা ওয়াসা ও ঢাকার দু’টি সিটি কর্পোরেশনের রুটিন কাজ।  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরের নেতৃত্বে এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে।  ঢাকনাবিহীন ম্যানহোলের তথ্য প্রতিদিন সিটি করপোরেশনকে অবহিত করে কমিটি।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে