সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৬:০৪

এবার যে দুঃসংবাদ তাপমাত্রা নিয়ে!

এবার যে দুঃসংবাদ তাপমাত্রা নিয়ে!

এমটিনিউজ২৪ ডেস্ক : মাঘ মাসের শেষ দিক। শীতের বিদায়ের সঙ্গেই দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এখন রাজধানী ঢাকায় দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এ বছর গ্রীষ্মকাল বেশ তাপযুক্ত হতে পারে। তিনি বলেন, ‘এ বছর গরমের প্রবণতা বেশি থাকবে এবং তাপমাত্রা আগের চেয়ে বেশি থাকবে, এটা স্বাভাবিক ঘটনা।’

তিনি আরও জানান, তাপপ্রবাহের ধরনও পরিবর্তিত হয়েছে। আগে মার্চ মাসে তাপপ্রবাহ শুরু হতো, কিন্তু গত বছর এপ্রিলেই তা শুরু হয়, এবং দেরিতে শুরু হওয়ায় দীর্ঘসময় স্থায়ী হয়। গত বছর, এমনকি জুলাই পর্যন্ত তাপপ্রবাহ ছিল।

২০২৪ সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর। বাংলাদেশেও এ বছর এপ্রিল মাসে রেকর্ড ২৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল। জানুয়ারি মাসে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

আবহাওয়া অফিসের ফেব্রুয়ারির পূর্বাভাসে জানানো হয়েছে, এই মাসে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এ মাসের শেষভাগে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনকি শিলাবৃষ্টি হতে পারে।

তবে, দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস স্থানীয় পরিস্থিতি এবং অন্যান্য প্রভাবকগুলো অনুযায়ী পরিবর্তিত হতে পারে, এমনটাও জানান আবহাওয়াবিদরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে