নিউজ ডেস্ক : প্রথম ধাপের নির্বাচনে ১০১টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী থাকছেন না। দু’দিনের বাছাইয়ে বিএনপির ৩১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
এর আগে ভয়ভীতি দেখানোর কারণে ৫১টি ইউনিয়নে দলটির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমাই দিতে পারেননি। এছাড়া সাংগঠনিক দুর্বলতা ও ভয়ের কারণে ১৯ ইউনিয়নে বিএনপির কেউ প্রার্থী হওয়ার আগ্রহ দেখাননি। ফলে মোট ১০১টি ইউনিয়নে মাঠের বিরোধী দল বিএনপির কোনো প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এদিকে বুধবার যাচাই-বাছাই শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য ৬১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিভিন্ন জেলার ইউনিয়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন। এদিন ২৬৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯৫ জন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮২ জনের প্রার্থিতা বাতিল হয়। অপ্রাপ্ত বয়স, ভোটার তালিকায় নাম না থাকা, চালান ফর্ম না থাকা, স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন ত্র“টির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় মঙ্গলবার।
শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১৫ প্রার্থীসহ ২৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
একাধিক দলীয় প্রত্যয়নপত্র প্রদান, জন্ম তারিখ ভুল ও আয়-ব্যয় হিসাবের গরমিল থাকায় এসব বাতিল কর হয়। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ক্ষমতাসীনদের সঙ্গে গোপনে আঁতাত করে ওইসব প্রার্থী ইচ্ছাকৃতভাবে মনোনয়নপত্রে ভুল তথ্য দিয়েছেন। যাতে বাছাইকালে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
ভোলা : ভোলার ২ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও কাউন্সিলর পদে ২৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শম্ভুপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন। এছাড়া বাতিল হওয়া তালিকায় চেয়ারম্যান পদে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকায় ২ জন, কুতুবা ইউনিয়নে ১ জন, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে একজন।
ঝালকাঠি : জেলার ৪টি উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে।
যাচাই-বাছাইয়ে বিভিন্ন কারণে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে বিএনপির চারজন, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন এবং বিএনপি বিদ্রোহী একজন। নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে এখন আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
দশমিনা : উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অপ্রাপ্ত বয়সের কারণে সাধারণ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে।
আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় ২নং বাকাল ইউনিয়নের হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে বর্তমান ইউপি সদস্য হেমায়েত সিকদারের। রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৬৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রতনদি তালতলী ইউনিয়নের ইসলামী আন্দোলনের প্রার্থী সুলতান আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার ভোটারের ক্রমিক নম্বরে ভুল পাওয়া গেছে। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।
পিরোজপুর : সদরের কদমতলা ইউপিতে সংরক্ষিত আসনের বর্তমান সদস্য বিউটি বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে লিলি বেগমের মনোনয়ন বাতিল হয়েছে।
রামগতি (লক্ষ্মীপুর) : রামগতি ও কমলনগর উপজেলায় বিকল্পধারা বাংলাদেশের তিনজন চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নে হাজী মো. মনিন উল্লাহ (ইরাকি) ও হাজীরহাট ইউনিয়নে আবু বকর ছিদ্দিক এবং একই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী মো. শাহাজাহান।
সিলেট : সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বুধবার ৪টিতে ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর আগে মঙ্গলবার খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গৌরাঙ্গ সরকারসহ ৬ জনের মনোনয়ন বাতিল হয়। দু’দিনে এক চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২ এবং ৫নং ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করায় মো. নুুরুজ্জামান সিকদার ও মো. মারিক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া : মিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১২ জন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আমবাড়ীয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রাজ্জাক, সদরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন, বহলবাড়ীয়ায় বিএনপির বিদ্রোহী সাইদুর রহমান ও তালবাড়ীয়ায় জাসদের বিদ্রোহী আবু সালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- সুটিয়াকাঠিতে বিএনপির প্রার্থী পরিবর্তন করায় খান মো. বাকি বিল্লাহ, আটঘর কুড়িয়ানায় জাতীয় পার্টির (জাফর) প্রার্থী মো. মোশাররফ হোসেন চৌধুরী ও গুয়ারেখায় মো. শফিকুল ইসলাম। বাউফল : ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৯ জন আবেদন করেন। তারমধ্যে ১ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৫ জনের আবেদন বাতিল হয়েছে।
কলাপাড়া : তিনটি ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। চেয়ারম্যান পদে বাতিল দু’জন হলেন- উদয়কাঠী ইউনিয়নে বিএনপির প্রার্থী কাঞ্চন তালুকদার এবং ইউলুহার ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী মেহেদী হাসান। উদয়কাঠী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রাহাদ আহম্মেদ ননী।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে একজন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গৌরনদী : বরিশালের গৌরনদীর দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জিয়াউর রহমান ও চার সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নোয়াখালী : সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় চেয়ারম্যানপদে দু’জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চেয়ারম্যান পদে দু’জন হলেন সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ওরফে শফি চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী খালেদ ছাইফ উল্যাহর প্রার্থিতা বাতিল হয়েছে।
পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় ৭টি ইউনিয়নে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন (চরদুয়ানী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম কামরুল ইসলাম) এবং সাধারণ ও সংরক্ষিত আসনে ২২ জনের প্রার্থিতা বাতিল হয়।
মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন এবং মেম্বার পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চেয়াম্যান পদে বাতিল হয়েছে কোলা ইউনিয়নে বিএনপির প্রার্থী আবু তাহেরের এবং লতব্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হাফেজ ফজলুল হক।
কাউখালী (পিরোজপুর) : কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন দুলাল এবং ৪ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীর তিন ইউনিয়নে তিনজন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কক্সবাজার : কক্সবাজারে ৩ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী জিয়াউর রহমানসহ দুই চেয়ারম্যান প্রার্থী ও সদস্য পদে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে দেবনগর ইউনিয়নে চেয়ারম্যান পদের মো. আতিয়ার রহমান এবং সদস্য পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ : টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
এরমধ্যে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হলেন বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফায়েকুজ্জামান।
ফুলপুর (ময়মনসিংহ) : ঋণ খেলাপির দায়ে ২ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পাবনা : বেড়া উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান ২, সংরক্ষিত মহিলা মেম্বর ২ এবং সাধারন মেম্বর পদে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া দুই চেয়ারম্যান প্রার্থী হলেন- রূপপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী আবদুল গফুর বিন গাফ্ফার এবং জাতসাকিনী ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক ফকির।
দেবিদ্বার (কুমিল্লা) : দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১৩ ইউনিয়নে সদস্য পদে ৩২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুই ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দু’জন।
সাতক্ষীরা : সাতক্ষিরায় চেয়ারম্যান পদে ৪০১ জনের মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অন্যান্য : এছাড়া বাগেরহাটে বিএনপির ৫ ও স্বতন্ত্র ২, ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র ২, রংপুরে বিএনপির ১, আওয়ামী লীগের ১ ও স্বতন্ত্র ২ এবং টাঙ্গাইলে স্বতন্ত্র ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। -যুগান্তর
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস