সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫০:২৮

বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না: উপদেষ্টা নাহিদ

বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না: উপদেষ্টা নাহিদ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না। এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) টিএসসি গ্রাউন্ডে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ‘দ্যা হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার-অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিল্পবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও।

ছাত্র জনতার এই অকুতোভয় অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মানের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সে সময়ের স্মৃতি চারণ করেন অনেকে।

এতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।

তথ্য উপদেষ্টা বলেন, আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে এই দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।

কোনো মাদার অরগানাইজেশানের স্বার্থ হাসিল না করে শুধুমাত্র ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দল মতের ঊর্ধ্বে যারাই ডেভিলের ভূমিকায় আবির্ভূত তাদের বিরুদ্ধেই যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

পরে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের  হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে