মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৫:১২

মধ্যবিত্ত হলেও বিয়েতে দুই-চার লাখ টাকা খরচ করার সামর্থ্য তাদের আছে: সারজিস

মধ্যবিত্ত হলেও বিয়েতে দুই-চার লাখ টাকা খরচ করার সামর্থ্য তাদের আছে: সারজিস

এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে গত ৩১ জানুয়ারি আসরের নামাজের পর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে তার।

সারজিসের বিয়ের পর তার শ্বশুর ও স্ত্রীর পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়। তবে এসব আলোচনার মধ্যে সম্প্রতি সাংবাদিক এম এ আজিজের একটি মন্তব্যকে ঘিরে নতুন বির্তকের সৃষ্টি হয়েছে। 

ওই মন্তব্যে এম এ আজিজ বলেছেন, ‘ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই; খালি আছে টাকা কামাও আর বিয়ে কর’।

এম এ আজিজের এমন আপত্তিকর মন্তব্যের বিষয়ে কথা বলেছেন সারজিস আলম। সম্প্রতি যমুনা টেলিভিশনের টকশো সঞ্চালকের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, যে সাংবাদিক ভাই এ কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেছেন ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস থেকে।

তিনি বলেন, আমরা তো আসলে ঢাকার এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম। কত দাম হবে সেটা আপনারাই ভালো জানবেন। আমার বিয়েতে দুই পরিবারের ২০ জন করে ৪০ জন মানুষ উপস্থিত ছিল। আর বিয়ে হয়েছে মসজিদে। খেজুর ৫ কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না। ৪০-৫০ হাজার টাকার মধ্যেই হয়ে যায়।

এই ছাত্রনেতা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে- এই বিয়ে যখন আমরা করতে যাই, তখন আমাদের মনে হয়, আমাদের দুই পরিবারের এতোটুকু সামর্থ্য আছে, যেখানে তারা চাইলে দুই-চার লাখ টাকা বিয়েতে জন্য খরচ করতে পারতেন। 

এম এ আজিজকে উদ্দেশ্য করে সারজিস বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা হয়ত আমাদেরকে তাদের নিজেদের সঙ্গে মিলিয়ে ফেলছেন। এজন্য হয়ত তারা মনে করছেন যে, এরকম একটি ছোটখাটো বিয়ের জন্য আমাদেরকে টাকা কামাতে হয়। 

তবে আমরা এইটুকু নিশ্চয়তা তাকে দিতে চাই- আমাদের পরিবার মধ্যবিত্ত হলেও বিয়েতে দুই-চার লাখ টাকা খরচ করার সামর্থ্য তাদের আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে