বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৮:৩৩

পিলখানায় নিহতদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানায় নিহতদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক : পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক সেনা প্রধান ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকাল ৯টায় বনানী কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন নিহতদের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে বিএনপির একটি প্রতিনিধি দলও শ্রদ্ধা জানাবেন নিহতদের কবরে।

বিডিআর বিদ্রোহের নামে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ওই সময়ের বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন মেধাবী ও চৌকস অফিসারসহ ৭৪ জন নিহত হন, যাদের মধ্যে বিডিআরের (বর্তমান বিজিবি) তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদও ছিলেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে