বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৭:৫৯

সন্তষ্ট নয় আপিল বিভাগ, ফের ব্যাখ্যা দিতে হবে ফখরুলকে

সন্তষ্ট নয় আপিল বিভাগ, ফের ব্যাখ্যা দিতে হবে ফখরুলকে

নিউজ ডেস্ক : বিচার বিভাগ নিয়ে সিলেটে এক আলোচনা সভায় মন্তব্যের ব্যাখ্যা আদালতে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তাতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে শুনানির সময় ওই ব্যাখ্যা হলফনামা আকারে জমা দিতে বৃহস্পতিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ।

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অভিযোগ করেন মির্জা ফখরুল।

এরপর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের এক আবেদনের শুনানিতে গত ১৮ ফেব্রুয়ারি আদালত তার ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। এরপর ২২ ফেব্রুয়ারি আদালতের আরেক আদেশে বলা  হয়, মির্জা ফখরুলকেই লিখিত আকারে ওই ব্যাখ্যা দিতে হবে।

সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন আদালতে হলফনামা দাখিল করেন। ফখরুলের সেই বক্তব্যের একটি অডিও রেকর্ডও তিনি জমা দেন।

জয়নুল আবেদীন শুনানিতে বলেন, বিচার বিভাগকে হেয় করার কোনো উদ্দেশ্য তার মক্কেলের ছিল না।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “উনি ইলেকট্রনিক মিডিয়ার রেকর্ড দিয়েছেন। কিন্তু দুটি পত্রিকায় ওই বক্তব্য অন্যভাবে এসেছে। এ ব্যাপার তো কোনো ব্যাখ্যা নাই।”

পরে প্রধান বিচারপতি নতুন করে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়ে সোমবার দিন ঠিক করে দেন।

জয়নুল আবেদীন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, আমরা একটি টিভির ক্লিপ আদালতে দিয়েছি। কিন্তু কয়েকটি সংবাদপত্রে তা ভিন্নভাবে এসেছে। আদালত পত্রিকার স্টেটমেন্টের ব্যাপারে ব্যখ্যা দিতে বলেছে। আজকের হফলনামা আদালত রেকর্ডে রেখেছে; সোমবার  নতুন হলফনামা দিতে হবে। ওই দিন বিষয়টি আদেশের জন্য আসবে।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে