ঢাকা : ধর্মীয় উস্কানি ও বিরোধ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ২৩ মার্চ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ বার তারিখ নির্ধারণ করা হলো।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় পুনরায় তারিখ নির্ধারণ করা হয়। ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। এবং আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে বলেও মন্তব্য করেন।
খালেদা জিয়ার অমন বক্তব্যের মাধ্যমে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন