নিউজ ডেস্ক : সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আর নেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হবিগঞ্জ থেকে জাতীয় সংসদে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা। মোস্তফা শহীদ দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার ছেলে নিজামুল হক রানা জানান, তার বাবা রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন।
তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল।
পরিবার জানায়, বিকাল সাড়ে ৪টায় এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের সাউথ প্লাজায়। সেখানে জানাজার পর হেলিকপ্টারে করে কফিন নেওয়া নেওয়া হবে হবিগঞ্জে ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠ ও দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, চুনারুঘাটে ঈদগাহ মাঠ ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য মোস্তফা শহীদএকুশে পদক লাভ করেন।
এনামুল হক মোস্তফা শহীদ ১৯৩৮ সালের ২৮ মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০-এর প্রাদেশিক নির্বাচন, ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮-এর জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-চুনারুঘাট আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৪ সালের ১৪ মার্চ পর্যন্ত সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
প্রবীণ আওয়ামী লীগের নেতা এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে মন্ত্রী শোকাহত চিত্তে নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ ছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. আবুল হাসান শোক প্রকাশ করেছেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস