সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২১:২২

গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকা কেজিতে

গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকা কেজিতে

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রয় করা হবে। ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে এসব খাদ্যসামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

আজ সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এসব স্থানে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হবে। দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা ও ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা বিক্রি করা হবে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকায়।

সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

ফরিদা আখতার বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে