মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪০:৫৭

অপহৃত ২৬ শ্রমিককের মধ্যে একজন পালিয়ে এসেছে, দিলেন যে চাঞ্চল্যকর তথ্য

অপহৃত ২৬ শ্রমিককের মধ্যে একজন পালিয়ে এসেছে, দিলেন যে চাঞ্চল্যকর তথ্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বান্দরবানের লামায় পাঁচটি রাবার বাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককের মধ্যে একজন পালিয়ে এসেছেন। তবে, বাকিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পালিয়ে আসা জিয়াউর রহমান বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে বারবার জায়গা বদল করেছে সন্ত্রাসীরা। এই সুযোগে তাদের চোখ ফাঁকি দিয়ে জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে এসেছেন।

জিয়াউরের বক্তব্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন। তাদের সকলের হাতে অস্ত্র এবং গায়ে পাতা রংয়ের সেনা সদস্যদের মতো পোশাক রয়েছে। তবে, উপজাতি এসব সন্ত্রাসীরা কোনো সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। জায়গাটি লামা ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা। 

শাহাদাত হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে, এই ঘটনার পর থেকে রাবার, তামাক, গাছ, পাথর ও বাঁশ শ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি রাতে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা পাঁচটি রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে