মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫২:১১

আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএসগামী ১২"×১৫০ পিএসআইজি বিতরণ লাইনের সালেহপুরসংলগ্ন স্থানে লিকেজ মেরামতের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা খোলামোড়া, আটিবাজার, কলাতিয়া, হজরতপুর, মাঝেরচর এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে