ঢাকা : বাঁচলো না ৬তলা থেকে ফেলা দেয়া সেই ‘বেবি অব বিউটি’। জন্মের পর ভবন থেকে নিচে ফেলে দেয়া হয়েছিল নবজাতকটিকে।
‘বেবি অব বিউটি’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলী রোডের পিঠাঘর সংলগ্ন একটি বাসার ৬তলা থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই ছেলে শিশুকে ফেলে দেন তার মা বিউটি। ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।
অবৈধ গর্ভপাতের কারণে শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন শিশুটির মা।
পরে ওই শিশুটিকে উদ্ধার করে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ওই হাসপাতালে ‘বেবি অব আদ-দ্বীন’ নামে ভর্তি হওয়া শিশুটিকে ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে মারা যায় শিশুটি।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম