মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৪:৫৩

হাফেজ তাকরীমকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার!

হাফেজ তাকরীমকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার!

এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাকরিম শেখ (২০) নামে এক কুরআনের হাফেজ নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুল তথ্য। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীমের মৃত্যু হয়েছে বলে প্রচার হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে মো. তাকরিম শেখ ভবনা দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি খুলনার রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ সম্পন্ন করেন।

নিহতের পরিবার জানায়, গতকাল বিকেল ৪টার দিকে ঘরের বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় আকস্মিকভাবে বৈদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ভুলবশত এটিকে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীমের মৃত্যু বলে প্রচার করছেন। তবে প্রকৃতপক্ষে নিহত তাকরিম শেখ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তাকরীম সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনা এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে