মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৫:৩০

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

এমটিনিউজ২৪ ডেস্ক : কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটি বিশেষ দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাদের মনে আছে আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘আমাদের ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য। তারা আমাদের নেতৃত্ব দেবে। আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই, হাসিনার মতো ভয়ংকর একটি ডিক্টেটরকে কন্ট্রোল করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে।’

বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান প্রেস সচিব।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না। নতুন রাষ্ট্র গঠনের চেষ্টায় সরকার।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেন, গুম, আয়নাঘরের শুরু শেখ মুজিবের শাসনামলে। একনায়কতন্ত্র বাস্তবায়নের কাজ করেন শেখ হাসিনা। দেড় দশক ধরে অত্যাচার-নিপীড়নের তথ্য সংরক্ষণ ও মানুষের মাঝে তুলে ধরার তাগিদ দেন মাহফুজ। তিনি জানান, শুধু নির্বাচন আর সংস্কারেই সীমাবদ্ধ থাকবে না সরকার।

মাহফুজ আলম বলেন, ‘উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসনযন্ত্র অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ধ্বংস করেননি, তিনি বাংলাদেশের জনগণকে পর্যন্ত দূষিত করে গেছেন। এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটি বড় প্রকল্প। এটি শুধু নির্বাচন, সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে