এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে ‘ভাই’ একজনই, তিনি তারেক রহমান। আর দলের নেত্রী একমাত্র বেগম খালেদা জিয়া।
আজ (১৯ ফেব্এরুয়ারি) এক দলীয় সভায় তিনি বলেন, আমরা বলে থাকি, ওমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কিন্তু আমাদের এত ভাই দরকার নেই। আমাদের ভাই একজনই, সেটা তারেক রহমান। আমাদের নেত্রী একজন, বেগম খালেদা জিয়া। আর আমাদের দার্শনিক ও পথপ্রদর্শক শহীদ জিয়াউর রহমান। মাঝখানে আর কোনো ভাই-টাই নেই।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিএনপি সেই প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে। তবে ফখরুল স্পষ্ট করে জানান, "তারা যেন কাজ শেষে দ্রুত নির্বাচনের দিকে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।"
বিএনপির এই নেতা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের আদর্শ স্পষ্ট—শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।