এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আনোয়ার চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর উদ্যোগে হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার কৃতিত্ব নিয়ে প্রশংসা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা ‘৫২-এর আন্দোলন করেছিলেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেক দিকে জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা পেছাননি।’
সানজিদার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘চব্বিশের আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি, সম্ভবত তিনি বলেছিলেন, “পেছনে পুলিশ সামনে স্বাধীনতা”। আরও বলেছিলেন, “লড়েই যাব, মরেই যাব, মেরেই যাব”। বোনটার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে, স্যালুট। তোমার মধ্যে বায়ান্ন ও একাত্তরের তেজ আছে। তোমার মতো বোন ও ভাইদের অনেক প্রয়োজন।’
তরুণদের অবদান ভোলার নয় উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, ‘এরা একেকজন একেকটি জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা যেমন দায়িত্ব, তেমনি এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়ার শিক্ষা নেয়াও কর্তব্য।’
ফ্রি চিকিৎসা ক্যাম্পের বিষয়ে তিনি বলেন, ‘আজ সামান্য আয়োজনের মধ্য দিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হচ্ছে। এতে তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বায়ান্ন আমাদের শেখায়, যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ। আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ।’
আত্মসমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ কিংবা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। তাই আমাদের ভুল হলে আলোচনার মাধ্যমে সমালোচনা করবেন।’