শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫:২২

ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ব: সারজিস আলম

ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ব: সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।

একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক বলেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে ২৪- এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২, ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে।

সারাজিস বলেন, ‘১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিলেন। তাদের বাধা দেয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেয়া হয়েছে। আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই আছে কিন্তু বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা করার দরকার ছিল, বাংলাদেশ সরকার এখনো সেটি করতে পারেনি। রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে