বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৬:০০

খালেদার খাইসলত কোনোদিন পরিবর্তন হবে না : নৌমন্ত্রী

খালেদার খাইসলত কোনোদিন পরিবর্তন হবে না : নৌমন্ত্রী

ঢাকা : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অভ্যাস কোনোদিন পরিবর্তন হবার নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।  তিনি বলেছেন, পাকিস্তানের অনুসারী জামায়াতসহ সব খুনিরা খালেদা জিয়াকে নেতা বানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)-এর জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশের বিরুদ্ধে একাত্তরের মতো এখনো গভীর ষড়যন্ত্র করছে পাকিস্তান।  তাদের মদদ দিচ্ছে খুনি জামায়াত ও আলবদর রাজাকাররা।  সেই খুনিদের নিয়ে জোট গঠন করেছেন খালেদা জিয়া।

তিনি বলেন, নবাব সিরাজ-উদ দৌলার খুনিরা সম্মেলন করে যেভাবে ক্ষমতায় ঘষেটি বেগমকে বসিয়েছিল, তেমনি জামায়াতসহ সব খুনিরা সম্মেলনে করে খালেদা জিয়াকে নেতা বানিয়েছে।  খালেদা জিয়া বাংলার ঘষেটি বেগম হয়ে গেছেন।

শাজাহান খান বলেন, খাইসলত না যায় ধুইলে ইজ্জত না যায় মইলে।  খালেদা জিয়ার অভ্যাস কোনোদিন পরিবর্তন হবার নয়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে অভিযুক্ত ২৯১ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার নাম এসে পৌঁছেছে।  আরো তদন্ত হচ্ছে।  তাদের বিচার করার উদ্যোগ নেয়া হচ্ছে।

শাজাহান খান বলেন, মন্ত্রী থাকি আর না থাকি, সারাজীবন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাব।  আন্দোলন ছাড়া কোনো কিছুই আদায় হয় না। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম।
 
বক্তব্য রাখেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ফজলে হোসেন বাদশা, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।

সম্মেলনে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ১৪ জন নির্মাণ শ্রমিককে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে