সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৬:৫৯

ভয়াবহ রূপ ধারণ সাজেকে রিসোর্টের আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ভয়াবহ রূপ ধারণ সাজেকে রিসোর্টের আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অবকাশ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে। অবকাশ নামের ওই রিসোর্টে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে।

জানা যায়, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, আজ সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে