এমটিনিউজ২৪ ডেস্ক : পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় আলাদা দুটি অগ্নিকাণ্ডে ৪০ টির বেশি দোকানঘর ভস্মীভূত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এবং মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের সহ ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময় মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে সন্ধ্যা নদীর অপর প্রান্ত থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে এ অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।