ঢাকা : পুলিশ বাহিনীতে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের তিন তথ্য যাচাই-বাছাই করা হবে। এই তিন তথ্য হলো ১) প্রার্থীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে কি না, ২) নিজ এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কি না ৩) চাকরি প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না। এই তথ্যের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুলিশে চাকরি হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
চাকরিতে মনোনয়ন পাওয়া প্রার্থীর দেয়া তথ্যের চূড়ান্ত যাচাইয়ের সময় এগুলো যাচাই-বাছাইয়ে সতর্ক থাকবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন বলেও জানান আইজিপি।
বৃহস্পতিবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘ট্রেনিং অন ট্রান্স-ন্যাশনাল ক্রাইম সার্ক পার্সপেক্টিভ’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজি বলেন, কারো রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়, তিনি অপরাধী কি না, সেটাই দেখব আমরা।
এর আগে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশ বাহিনীতে যাতে জামায়াত-শিবিরের লোক ঢুকতে না পারে, সেজন্য তাদের সচেতন থাকতে হবে। এ বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে চায় না। আশা করি তারা সচেতন হবেন।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম