শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২৭:০৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, এক যুবককে আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, এক যুবককে আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। এ ঘটনায় মো. আমান উল্লাহ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১১৭ নম্বর দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির।

আটক মো. আমান উল্লাহ একই উপজেলা মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের মো. মুখলেছুর রহমানের ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে একটি কক্ষ। ওই কক্ষে শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা চলছে।’

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ‘মো. আমান উল্লাহকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন, এই যুবক কক্ষের কাঠের দরজা লাথি দিয়ে খুলে আগুন লাগিয়ে দিয়েছে। আটক আমান উল্লাহকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে আবোল-তাবোল কথা বলছে। পরিবারের লোকজন জানিয়েছেন, সে মানসিক ভারসাম্যহীন। তবে ঘটনাটির তদন্ত চলছে।’

এ বিষয়ে দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘বিদ্যালয় বন্ধ থাকায় সবগুলো কক্ষ তালাবদ্ধ ছিল। দুই তলা স্কুলের নিচতলায় শিশু কক্ষের কাঠের দরজায় লাথি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই কক্ষে টেবিলসহ শিশুদের খেলার বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে