রবিবার, ০২ মার্চ, ২০২৫, ০২:১০:৫৪

১ জনের মৃত্যু, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

১ জনের মৃত্যু, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের সদর উপজেলার শরিফপুরে অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকায় এ ঘটনা ঘটে ৷ ঘটনার পর বাসটি আগুনে পুড়ায় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাস ও শরিফপুর থেকে নান্দিনাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৪ যাত্রী আহত হয়। এরমধ্যে হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

নিহত অটোরিকশার যাত্রী আবুল কাশেম (৩৫)।  তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অন্য যাত্রীদের অবস্থাও আশঙ্কাজন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসে আগুন দেয়ার প্রতিবাদে সকাল ১১ টায় শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর - ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে প্রায় ১ ঘণ্টা সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্বাভাবিক হয় যান চলাচল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে