নিউজ ডেস্ক : অবৈধ, অনৈতিক ও অগণতান্ত্রিক চর্চাই ক্ষমতাসীন সরকারের ভিত্তি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না এ সরকার। এ সরকারকে স্বৈরাচারী হয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। স্বৈরাচারী তকমা নিয়েই বিদায় নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। '
জেএসডির ত্রিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।
আবদুর রব বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে। সরকারও নির্বাচনী পরিবেশ, ভোটকেন্দ্র রক্ষা ও ভোটারের উপস্থিতি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। এতে বড় দুই দলের প্রতি জনগণের অনাস্থা প্রমাণ হয়েছে।
মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে তৃতীয় ধারার রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান আ স ম রব।
জেএসডির ১০ দফা প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অংশীদারিত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব মানুষের সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।
এর আগে নাট্যমঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন আ স ম আবদুর রব। এ সময় দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ জেলা নেতারা দলীয় পতাকা উত্তোলন করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারা বেগম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, সাবেক সংসদ সদস্য আবদুল মতিন হিরু এবং দলের কেন্দ্রীয় নেতারা।
২৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম