এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন দলের শীর্ষ নেতারা।
এদিকে দেশের প্রথমসারির কয়েকটি গণমাধ্যমে সূত্র থেকে জানা যায়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঢাকা শহরের দুটি আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তিনি ঢাকা-৯ ও ঢাকা-১১ আসন থেকে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও ইফতার পার্টির আয়োজন করছেন।
এছাড়াও, এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তবে এখনো জোট বা আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ঈদের পর দলীয় প্রার্থীরা তৃণমূলে ব্যাপক প্রচারে নামবেন এবং বিভিন্ন আসনে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলার প্রস্তুতি নেবেন।